লক্ষ্মীপুরে ছেলের হাতে বাবা খুন: মাদকাসক্ত মামুন গ্রেপ্তার

লক্ষ্মীপুর
প্রধান আসামি মামুন
এখন জনপদে
অপরাধ
0

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করেছে প্রধান আসামি মামুন (৩৫) কে।

জানা গেছে, মামুন অনেকদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদক ক্রয়ের জন্য প্রায় সময় বাড়িতে বাবা হযরত আলীর সঙ্গে তর্ক-বিতর্ক ও মারামারি চলতো। কয়েক মাস আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে আসে।

১১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাড়িতে বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে সংঘর্ষের সময় ধারালো দা দিয়ে মামুন তার বাবাকে শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামুনের ভাই নূর হোসেন গাজী রায়পুর থানায় হত্যা মামলা করেছেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএ