নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ
অভিযুক্ত স্বামী
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) রাত ১১টায় সদর উপজেলার এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর অভিযুক্ত নিজেই বন্দর থানায় আত্মসমর্পণ করেন।

স্বজনরা জানান, প্রায় নয় মাস আগে কুমিল্লার কান্দাইল গ্রামের বিজলী আক্তারের বিয়ে হয় বন্দর উপজেলার এনায়েতনগর গ্রামের ইমরানের। বিয়ের পর তাদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো।

শনিবার রাতে ইমরানের মোবাইল নিয়ে এক আত্মীয়ের সঙ্গে কথা বলে বিজলী। এ নিয়ে দু’জনের মাঝে ঝগড়া বাধে।

এক পর্যায়ে বিজলীকে বটি দিয়ে কুপিয়ে আহত করে ইমরান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে কোপ দেয় ইমরান হোসেন। বঁটি দিয়ে তিনবার কোপ দিলে এতে স্ত্রীর মৃত্যু হয়। পরে স্বামী ইমরান থানায় এসে আত্মসমর্পণ করে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সেজু