মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

দুর্বৃত্তদের আগুন দেয়া বাসের ছবি
অপরাধ
0

রাজধানীর মিরপুর-১২ নম্বরে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। 

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ জানান, নাশকতার উদ্দেশে বাসে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।

এসএইচ