বিজিবির তথ্য অনুযায়ী, জেলার রক্তি নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি সদর উপজেলার নিয়ামতপুর সেতু এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় রক্তি নদী থেকে একটি ইঞ্জিন নৌকায় ধানের চিটার বস্তার ভেতরে করে পাচারের সময় ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুচকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮ পিস কাঁচের গ্লাস, ২ লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।
অভিযানে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট তালহা জোবায়ের ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।’