টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশের আস্তানা থেকে শফি ডাকাতকে গ্রেপ্তার করে র্যাব।
এসময় উদ্ধার করা হয়—১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি রাইফেলের গুলি, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৩টি গ্রেনেড।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সূত্রে র্যাব শফি ও তার সহযোগীদের অবস্থান জানতে পেরে গতকাল রাত ১১টার দিকে অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করে।
তিনি জানান, এসময় শফির সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালালে র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্যানুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, ডাকাত শফির নামে হত্যা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলাসহ ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।