দলের ভেতরই মারামারি, এক ছিনতাইকারীকে খুন করলো অন্য সদস্য

নিহত যুবকের ছবি
এখন জনপদে
অপরাধ
1

সিলেট মহানগরীর কিনব্রিজ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই ছিনতাইকারী গ্রুপের আরেক সদস্য। নিহতের নাম ডালিম আহমদ। হত্যাকাণ্ডের ঘটনায় রজব আলী নামে এক ছিনতাইকারীকে পুলিশ আজ (শুক্রবার, ৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক।

ঘটনা ঘটেছিল গতকাল (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ ছুরিকাঘাতে আহত হন। রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নিহত ডালিম এবং আটক রজব আলী দু’জনই একই ছিনতাইকারী দলের সদস্য। রজব আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার দায় স্বীকার করলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ জানায়।

এসএইচ