দুর্বৃত্তের গুলিতে আহত চট্টগ্রামের ইউপি সদস্য ও তার দুই ছেলে

চট্টগ্রাম
গুলিতে আহত ইউপি সদস্য ও তার ছেলে
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের লোহাগাড়ায় ইউপি সদস্য রফিক উদ্দিন ও তার দুই ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রফিক মেম্বারকে হত্যার উদ্দেশে এ হামলা চালায়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সদস্য রফিক উদ্দিন। প্রতিদিনের মত সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকারে দুই ছেলে এগিয়ে গেলে তাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় উদ্ধার করে তিনজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রফিকের ছেলে ও স্বজনদের দাবি, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নেমে আসে বিপদ। এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি স্বজনদের।

আরও পড়ুন:

উদ্ধারকারীরা জানান, গুলি লাগা অবস্থায় তারা মাটিতে পড়ে ছিলেন। তাদের সাহায্য করতে গেলে সাহায্যকারীদের দিকেও গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হত্যার উদ্দেশ্যে তাদের ওপর এ হামলা করা হয়।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, তৌহিদ ও তৌহিদের ছোট ভাই তারেক এলাকায় এলাকায় আতঙ্কের নাম। সবাই জানে এরা সন্ত্রাস। এলাকায় এরা অন্যায় করে কিন্তু তাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না।

এদিকে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ইএ