কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক এক

সাতক্ষীরা
বালু উত্তোলনের ট্রলার
এখন জনপদে
অপরাধ
0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ট্রলারসহ মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে উপজেলার গাবুরা এলাকায় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ওহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহফুজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় মাহফুজুর রহমানকে আটক এবং ট্রলার জব্দ করা হয়। কপোতাক্ষ নদীতে এ ধরনের কার্যক্রম পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ অভিযান অব্যাহত থাকবে।’

সেজু