এসময় মিলের দরজা ভেঙে মিলের ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ সরকারি চালের সন্ধান পাওয়া গেলেও, নাগাল পাওয়া যায়নি মিলের লোকজনদের।
মিলের ভেতরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদলে সেগুলোকে নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা চাল নিয়ে রাখা হয় উপজেলা পরিষদে।
এসময় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা, একটি ট্রলি, একটি ট্রাক, তিনটি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, আমাদের কাছে তথ্য ছিল কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল রয়েছে। রাত ৮টার দিকে অভিযানে গিয়ে মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়, আটক করা হয় এক ট্রলি চালককে। ট্রলি চালকের দেয়া তথ্যে মিলের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ চাল পাওয়া যায়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি চাল পাচারে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।