আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের (কিউআর ৬৩৮) একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন তিনি। আগেই গোয়েন্দারা তথ্য পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। বিমান অবতরণের পরপরই যাত্রীর আসনে গিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তখন ওই ব্যাগে কোকেন পাওয়া যায়।
আরও পড়ুন:
শুল্ক গোয়েন্দা জানায়, যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিক জার পাওয়া যায়। তাতে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন ছিল। উদ্ধার হওয়া কোকেনের মোট ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।