মানিকগঞ্জে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ
তিন যুবক গ্রেপ্তার
অপরাধ
0

মানিকগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।

আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিকেলে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পূর্ব মিতরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামের মো. মাহফুজ (২৫), একই গ্রামের মো. অনিক (২২) ও একই উপজেলার পশ্চিম রাথুরা গ্রামের মামুন আহমেদ (২৭)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পূর্ব মিতরা এলাকায় আবাবিল মার্টিনেট রিভার্স এলিমেন্টারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তার মাহফুজের কাছ থেকে ৪৫ পিস, মামুনের কাছ থেকে ৪০ পিস এবং অনিকের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃতরা বিক্রির উদ্দেশে ইয়াবা মজুত রেখেছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সেজু