গজারিয়ায় পুলিশের ওপর হামলায় যৌথ অভিযান চলছে

মুন্সীগঞ্জ
যৌথ অভিযান
এখন জনপদে
অপরাধ
0

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে পুলিশের ওপর ডাকাতদের গুলি ও ককটেল হামলার ঘটনায় র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিকেল থেকে এ অভিযান শুরু হয় বলে জানায় র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে সোমবার (২৫ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে পুলিশের ওপর ডাকাত দলের গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে।

এদিকে ঘটনার চব্বিশ ঘণ্টা পার হলেও এখনো কোন মামলা হয়নি বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। সোমবার বিকেলে হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন:

এদিকে আজ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েক দিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে।

তিনি বলেন,  ‘সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। হামলাকারীদের ধরতে এরই মধ্যে যৌথবাহিনী গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ভালো সংবাদ পাওয়া যাবে। অভিযানের মাধ্যমে যারা গুলি চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

সেজু