শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

প্রতীকী ছবি
অপরাধ
0

আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে পাঁচ বছরের শিশু জোনায়েদকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে মোরসালিন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মোরসালিনকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ১৩ দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করে র‌্যাব।

গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাতে আশুলিয়ার মধুপুর ফারুকনগর এলাকার একটি জঙ্গল থেকে জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ গাইবান্ধা জেলা সদরের খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে। বাবা-মায়ের সাথে সে আশুলিয়ার ফারুকনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তার বাবা-মা দুজনই পোশাক শ্রমিক।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত মোরসালিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়া পাড়ার মামুন আলীর ছেলে। তিনি নিহত শিশুটির পরিবারের একই বাসার ভাড়াটিয়া ছিলেন।

এসএস