গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাতে আশুলিয়ার মধুপুর ফারুকনগর এলাকার একটি জঙ্গল থেকে জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোনায়েদ গাইবান্ধা জেলা সদরের খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে। বাবা-মায়ের সাথে সে আশুলিয়ার ফারুকনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তার বাবা-মা দুজনই পোশাক শ্রমিক।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত মোরসালিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়া পাড়ার মামুন আলীর ছেলে। তিনি নিহত শিশুটির পরিবারের একই বাসার ভাড়াটিয়া ছিলেন।