নিহত আশরাফুল মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আহত শাহিন তারেক বলেন, ‘তারা ওই চায়ের দোকানে নিয়মিত ওঠাবসা করেন। শনিবার রাতে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র। হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের নাম উল্লেখ না করে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালায়।’
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এসময় কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।
খবর পেয়ে থানা ও সার্কেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনও জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানিয়েছে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।