আদাবরে পুলিশসহ তিনজনকে কুপিয়ে জখম, যৌথ অভিযানে আটক শতাধিক

হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত পুলিশসদস্য
অপরাধ
1

রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গতকাল রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে এক মেয়ের সঙ্গে দেখা করতে আসলে পলাশ নামের যুবককে জিম্মি করে একদল সন্ত্রাসী। এরপর মুঠোফোনে পলাশের পারিবারের কাছে টাকা দাবি করে এ সন্ত্রাসীরা।

আরও পড়ুন:

পলাশের পরিবার পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশ সদস্য আল আমিনসহ ৩ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা।

আহতরা পঙ্গু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায় এবং সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে।

এসএইচ