যশোরে ৪ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আটককৃত অমিত বিশ্বাস
এখন জনপদে
অপরাধ
0

ভারতে পাচারের সময় যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃতের নাম অমিত বিশ্বাস। তার বাড়ি ফরিদপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে যশোর হয়ে সাতক্ষীরায় যাচ্ছিলো।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন:

তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সেজু