পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তি নারায়ণগঞ্জের দুর্ধষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, রিয়াজুল ইসলামের অবস্থান জানতে পেরে র্যাব তার সন্ধান করছিল। তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বিষয়টি বুঝতে পেরে নিজের ২ সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন:
এরপর আলীর গ্রামে একটি বাড়ির বারান্দায় শিশু দু’টিকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা তাকে আটক করেন।
এরপর পুলিশ খবর পেয়ে রিয়াজুল ও তার দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। এসময় রিয়াজুলের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।