বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে পিস্তলসহ চালক ও হেলপার আটক

পিস্তলসহ আটক ট্রাকচালক ও হেলপার
এখন জনপদে
অপরাধ
0

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

আটককৃত ট্রাক চালক গুরজিত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনো ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সেজন্য সন্দেহভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয়।

আরও পড়ুন:

রোববার কাঁচামরিচ বাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোনো কাগজ পত্র দেখাতে পারেনি তারা।

এএইচ