সাতক্ষীরায় বিজিবির অভিযান: ভারতীয় পোশাক-মাদকসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা
সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ট্রাক ও পণ্যসামগ্রী
এখন জনপদে
অপরাধ
0

সাতক্ষীরায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক ও ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

গতকাল (রবিবার, ১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় ভোমরা সীমান্তে এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিরহাট থেকে খৈল বোঝাই ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। খৈলের বস্তার মধ্যে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ ও ফেনসিডিল।

বিজিবির নির্দেশ অমান্য করে ট্রাকটি দ্রুত কাস্টমস পার্কিং এলাকায় ঢোকার চেষ্টা করলে টহল দল ধাওয়া দিলে ভারতীয় ও বাংলাদেশি ট্রাক চালক, হেলপার ও লেবার পালিয়ে যায়।

তল্লাশিতে ২০ হাজার কেজি ভারতীয় খৈল, অতি উন্নতমানের ২ হাজার ৪৮৯ পিস শাড়ি, উন্নতমানের ২ হাজার ১০০ পিস শাড়ি, ৫০৮ পিস থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ, ১৫০ বোতল ফেনসিডিল, একটি ভারতীয় ও দুটি বাংলাদেশি ট্রাক জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল ও যানবাহন আইনি প্রক্রিয়ায় সাতক্ষীরা সদর থানায় জমা দেয়ার কার্যক্রম চলছে। মো. আশরাফুল হক বলেন, ‘দেশের অর্থনীতি সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।’

এসএইচ