টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুইজন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা
এখন জনপদে
অপরাধ
0

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) রাত সোয়া একটার দিকে টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলী তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনীর পশুরাম থানার বন্ধুয়া এলাকার আব্দুর রহিম (২৫) ও রাজধানীর তুরাগ থানার হরিরামপুর বালুডিয়া মহিলা মাদ্রাসা এলাকার মো. মবিন (২১)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকার মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এমটি টায়ার সেন্টারের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার সময় দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সেজু