আদাবর থেকে মানিকগঞ্জ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার হওয়া মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিক
এখন জনপদে
অপরাধ
0

ঢাকার আদাবর এলাকা থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (সোমবার, ১৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার হওয়া অনিক শিবালয় উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে। তিনি আরুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন:

পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো করা হবে।

উল্লেখ্য, শিবালয়ে রফিক হত্যা ও নৌ থানা পুড়ানো মামলার এজাহার নামীয় আসামি অনিক।

এসএস