হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন দু’জন শনাক্ত: পুলিশ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম
দেশে এখন
অপরাধ
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হামলাকারী সন্দেহভাজন দু’জনকে শনাক্ত করেছে পুলিশ। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হামলাকারী দুইজন হলো ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল গুলি করে আর আলমগীর বাইক চালাচ্ছিলো। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য পাসপোর্ট ব্লক করা হয়েছে। একইসঙ্গে বিজিবিকেও সতর্ক করা হয়েছে। দেশের কোনো ইমিগ্রেশন দিয়ে তাদের দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি।’

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তাদের মধ্যে একজন বাইকের মালিক। আর বাকি দুইজন অবৈধভাবে সীমান্ত দিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ার কারণ হিসেবে নজরুল ইসলাম বলেন, ‘মামলার নথিতে স্বাক্ষর নেয়ার জটিলতায় দেরি হচ্ছে। বেশি দেরি হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

সব জুলাইযোদ্ধাকে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সার্বিকভাবে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য গতকাল (শনিবার, ১৩ ডিসেম্বর) থেকে অপারেশন ডেভিল হান্ট-২ পরিচালনা করা হচ্ছে।’

এসএস