টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেপ্তার

টাঙ্গাইল
বাংলাদেশ পুলিশের লোগো
এখন জনপদে
অপরাধ
0

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) সকাল থেকে আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. আব্দুল হালিম ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন।

আরও পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীডুর, কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। গ্রেপ্তার হওয়া সব এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।’

এসএস