নির্বাচনি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।
এ ঘটনায় গতরাতে বিএনপি প্রার্থী এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সালমান ওমর রুবেলের নির্বাচনি অফিস উদ্বোধন করেন তার নেতাকর্মীরা।
আরও পড়ুন:
তারা অভিযোগ করেন, উদ্বোধনের পর অন্যরা চলে গেলেও অফিসে বসে ছিলেন নজরুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা হঠাৎ তার ওপর হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে আহত হন নজরুল। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তরা শনাক্ত, দ্রুতই গ্রেপ্তার করা হবে।’





