চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ রুপি প্রয়োজন হলেও অর্থসংকটের কারণে তার পরিবার পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারেনি। অভিনেতা বিশ্বক সেন সম্প্রতি ২ লাখ রুপি সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।
২০০০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ফিশ ভেঙ্কটের। তিনি ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে আসার আগে তিনি মুশিরাবাদে মাছ বিক্রি করতেন, যে কারণে তিনি ‘ফিশ ভেঙ্কট’ নামে পরিচিতি পান।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বান্নি’, ‘আদি’, ‘আধুরস’, ‘গাব্বর সিং’, ‘ডিজে তিল্লু’, ‘দিল’, ‘আত্তারিন্তিকি দারেদি’ এবং ‘নায়ক’। তেলেঙ্গানার আঞ্চলিক উপভাষায় সংলাপ বলার অসাধারণ দক্ষতার জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন। অনেক ছবিতে তিনি খল চরিত্রেও অভিনয় করেছেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত 'কফি উইথ আ কিলার' ছিল তার অভিনীত সর্বশেষ ছবি।
মৃত্যুকালে ফিশ ভেঙ্কট স্ত্রী সুভর্ণা এবং কন্যা শ্রাবন্তীকে রেখে গেছেন। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, পরিচালক এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।