কমপ্লিট শাটডাউনে স্থবির চট্টগ্রামের আমদানি-রপ্তানি

আজকের মধ্যে সমাধান চান ব্যবসায়ীরা

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর
এখন জনপদে
অর্থনীতি
1

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন বা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন শুল্ক ও রাজস্ব কর্মকর্তারা। এতে পুরো বন্ধ হয়ে গেছে আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্যের শিপমেন্ট। স্থবির হয়ে পড়েছে বেসরকারি ২১টি কনটেইনার ডিপোর অপারেশনাল কার্যক্রম।

কাস্টম ক্লিয়ারেন্স না থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো রপ্তানি পণ্য গাড়ি থেকে খালাস করতে পারছে না ডিপোগুলো, একইভাবে রপ্তানি পণ্য শিপমেন্টের জন্য বন্দরে পাঠানো যাচ্ছে না।

চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিগুলোতে জমছে কনটেইনারের স্তূপ। বহির্নোঙরে আবারো জাহাজ জট তৈরি হয়েছে। যথাসময়ে পণ্য ডেলিভারি নিতে না পারায় প্রতি দিন চার গুণ হারে পোর্ট ও শিপিং ডেমারেজ বা জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

আজকের মধ্যে এ সংকটের যৌক্তিক সমাধান চান ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা। অন্যথায় মুখ থুবড়ে পড়ে শিল্পকারখানা ও দেশের অর্থনীতি। দীর্ঘমেয়াদে এ ক্ষতি পুষিয়ে নিতে পারবে না দেশ বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএইচ