পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন বাড়ছে রাংগোয়াই আমের আবাদ। জেলার রুমা থানচি রোয়াংছড়িসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আবাদ হচ্ছে এ আম।
জেলায় আম্রপালি, হাড়ি ভাঙ্গা ও রুপালীসহ বিদেশি বিভিন্ন জাতের আম চাষ হলেও দিন দিন বাড়ছে রাংগোয়াই আম চাষের পরিসর। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ জাতের আম চাষে ঝুঁকছেন চাষিরা। এবছর ভালো ফলনের মুখ দেখেছেন চাষিরা।
আকার, স্বাদ ও দামের কারণে বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। ১ কেজি রাংগোয়াই আম বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। লাভজনক হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন পাহাড়ের এ আম।
আম চাষিরা বলেন, ‘এ আমটা বান্দরবান ছাড়া কোথাও হয় না। তবে আমরা পাইকারি ও খুচরা দরে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। বান্দরবানে এটার চাহিদা বেশি। বেশিরভাগ আচার এবং জুস তৈরি করা হয়। আমাদের প্রতিবছর ফলন ভালো হয়, চাহিদাও বেশি থাকে।’
এদিকে, পরিচর্যা সঠিক হলে পাহাড়ে রাংগোয়াই আমের আবাদ আরো বাড়বে বলে জানায় কৃষি বিভাগ।
বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহ্ নেয়াজ বলেন, ‘বান্দরবান জেলায় প্রায় ১০ হাজার হেক্টর আমের বাগান আছে। এর মাঝে প্রায় ৭০ শতাংশ রাংগোয়াই আমের বাগান। চেষ্টা করছি কৃষকেদের জানাতে যে বাগান যখন লিজ দেয়া হয় তখন অন্য কেউ বাগানের পরিচর্যা ঠিকমতো করে না।’