গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা চলাকালে দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। পরদিন সকালে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও নগরীর বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। মূল সড়কগুলোয় রিকশা ও হালকা যানবাহন চলাচল করলেও প্রশাসনের কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো।