‘সাদা পাথরের ব্যবসায় ১০ হাজার কোটি টাকার নগদ লেনদেন’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক একে এনামুল হক
অর্থনীতি
0

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক একে এনামুল হক জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতিতে দুর্নীতি এখনও কমেনি। ব্যাংকের বাইরে নগদ লেনদেন প্রচুর এবং ঋণের উচ্চ সুদের হার বিনিয়োগে বাধা সৃষ্টি করছে। শুধু সাদা পাথরের ব্যবসায়-ই প্রায় ১০ হাজার কোটি টাকা নগদ লেনদেন হয়েছে।

আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্সে ছয় মাসের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি জানান, দেশের অর্থনীতি মূলত ব্যাংকের বাইরে চলে, যেখানে ১০ থেকে ২০ শতাংশ ঘুষ দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।

আরও পড়ুন:

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মনজুর হোসেন জানান, আগে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে তা কিছুটা কমেছে। প্রায় ৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রেখেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে, তবে সামগ্রিক প্রবৃদ্ধি কমে গেছে।’

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক ছয় মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৩.০৯ শতাংশ, কিন্তু আমদানি বেড়েছে ৪৬.৮ শতাংশ। এছাড়া বর্তমানে ১২.৫ শতাংশ সুদের হার বিনিয়োগে বড় বাধা হিসেবে কাজ করছে।’

এসএইচ