করদাতাদের ট্যাক্সের পুরোটাই সরকারি কোষাগারে জমা হয়: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান
দেশে এখন
অর্থনীতি
0

করদাতাদের কাছ থেকে আদায়কৃত ট্যাক্সের পুরোটাই সরকারি কোষাগারে জমা হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘করদাতাদের কাছ থেকে আদায়কৃত ট্যাক্সের পুরো টাকাই সরকারি কোষাগারে জমা হয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকে ট্যাক্সের হিসেব থাকছে।’

তিনি বলেন, ‘অটোমেটেড চালানের মাধ্যমে করদাতারা আয়কর জমা দিচ্ছেন। অতএব আদায় ও জমার মধ্যে কোনো ফারাক নেই।’

এছাড়াও, এনইআইআর সিস্টেম রাষ্ট্রের সিদ্ধান্ততে এনবিআরের কোনো হাত নেই বলে মন্তব্য করে চেয়ারম্যান। বলেন, ‘সরকার চাইলে মোবাইল ফোনের ভ্যাট কমাতে পারে।’

এএইচ