দাম বাড়ছে ওটিটি পরিষেবার

ওটিটি পরিষেবার বাজেট
বাজেট
অর্থনীতি
1

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘ওভার দ্য টপ’ (ওটিটি) প্ল্যাটফর্ম পরিষেবাগুলোতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে ওটিটি ব্যবহারকারীদের এই পরিষেবা ব্যয় বাড়ছে। আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন।

আরো পড়ুন:

সর্বশেষ ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

আরো পড়ুন:

স্বাধীনতার পর এবার প্রথমবার বাজেটের আকার বিদায়ী অর্থবছরের মূল বাজেটের চেয়ে কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার আশপাশে (জিডিপির ১২ দশমিক ৬৫ শতাংশ) ধরা হচ্ছে।

সেজু