আজ (সোমবার, ২৬ মে) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দুটি হলরুমে রাজস্ব কর্মকর্তাদের অধিকাংশ টেবিল ছিল ফাঁকা। যদিও আমদানি পণ্য ডেলিভারি নিতে শুল্কায়ন কাজ শেষ করতে সিএন্ডএফ এজেন্টরা সকাল ৯ টায় উপস্থিত হন। গেল কয়েক দিনে শুল্ক কর্মকর্তাদের কমমর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৩ হাজার টিইইউস কনটেইনার জমে আছে।
যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় প্রতি দিন ২৪ থেকে ৪৮ ডলার করে জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। যথাসময়ে শিল্পের কাঁচামাল খালাস করতে না পারায় বিপাকে আছেন পোশাকশিল্প মালিকরাও।
বন্দরে পণ্য খালাস ধীরগতির কারণে বহিনোঙরে জাহাজের জট তৈরি হয়েছে। এ অবস্থায় কয়েকদিনের আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে কর্মঘণ্টা বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সিএন্ডএফ এজেন্টরা।