নিরাপদ আশ্রয়ে রয়েছে সমুদ্রের সকল মাছধরা ট্রলার

পটুয়াখালী
নোঙর করা সব মাছ ধরা ট্রলার
এখন জনপদে , কৃষি
অর্থনীতি
0

বঙ্গোপসাগরের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার গিয়ে দুই দফা জীবন ও সম্পদ রক্ষায় তীরে ফিরে এসেছে সকল সামুদ্রিক মাছধরা ট্রলার। মৌসুমী বায়ু প্রবাহ অব্যাহত থাকায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সকল মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের খাপড়াভাঙ্গা নেদের পোতাশ্রয় নোঙ্গর করে আছে বলে জানা গেছে।

মৎস্য বন্দর আলীপুরের ইউসুফ কোম্পানির ট্রলারের মাঝি আব্দুল মন্নান এখন টিভিকে বলেন, ‘সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তাণ্ডবে টিকে থাকা যাচ্ছে না। সে কারণে মাছ শিকার বন্ধ করে ট্রলার ও জীবন রক্ষায় তীরে ফিরে এসেছি।’

মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী ও ট্রলার মালিক ইউসুফ হাওলাদার বলেন, ‘আমাদের ইলিশ শিকার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে সমুদ্রে যাওয়ার পর সর্বোচ্চ এক সপ্তাহ মাছ শিকার করার সুযোগ হয়েছে। সাগর উত্তাল হওয়ায় দুই বার মাছ শিকারে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে। আমাদের প্রত্যেকটি ট্রলারের তিন থেকে পাঁচ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।’

জেলে পেশাকে টিকিয়ে রাখতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখায় সরকারের প্রণোদনা ও গভীর তদারকির পাশাপাশি সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


এএইচ