ইউরো নারী চ্যাম্পিয়নশিপ: সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

গোল দেয়ার পর স্পেনের খেলোয়াড়দের উল্লাস
ফুটবল
এখন মাঠে
0

ইউরো নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। গোল পেয়েছেন কাস্তিলো ও পিনা।

এর আগে ক্রিস্টিয়ানা জিরেলির জোড়া গোলে প্রথম কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় ইতালি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে সুইডেনকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ইংল্যান্ড।

সেমিফাইনালের শেষ স্থানটি পাকা করতে আজ রাতে মাঠে নামবে শক্তিশালী ফ্রান্স ও জার্মানি।

আগামী ২৩ জুলাই প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে লড়বে ইতালি। ২৪ জুলাই ফ্রান্স ও জার্মানির মধ্যে জয়ী দল খেলবে স্পেনের বিপক্ষে।

এসএস