এনবিআর সংকটে জাতিগত বিপর্যয়ের আশঙ্কা বিটিএমএর

সকল ব্যবসায়ী সংগঠনের যৌথ ব্রিফিং
পরিষেবা
অর্থনীতি
1

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংকটকে ক্ষমতা ও অর্থ বণ্টন নিয়ে ঝামেলা উল্লেখ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দ্রুত সমাধান না হলে পুরো জাতি সংকটে পড়বে। এদিকে চলমান আন্দোলনে প্রতিদিন আড়াই হাজার কোটি টাকার লেনদেন ব্যাহত অভিযোগ করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি। পূর্বশর্ত ছাড়া শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সম্প্রদায়।

আজ (শনিবার, ২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ ব্রিফিংয়ে এ আহ্বান জানায় প্রায় সকল ব্যবসায়ী সংগঠন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে আলোচনায় সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে। এনবিআরকে অর্থনীতির লাইফলাইন উল্লেখ করে দ্রুততম সময়ে আন্দোলন বন্ধ করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

চেয়ারম্যানের অপসারণের দাবি অযৌক্তিক উল্লেখ করে যৌক্তিক সংস্কারের প্রতি সমর্থন দেন তারা। ব্যবসায়ী নেতারা বলেন, এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে পোশাক খাতের অনেক উদ্যোক্তা ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

অনেক বৈশ্বিক ক্রেতা ঝুঁকছেন প্রতিযোগী দেশে। রপ্তানি আদেশ কমে যাওয়ার পাশাপাশি বন্দরে পণ্য জটে নষ্ট হচ্ছে ভাবমূর্তি।এমতাবস্থায় শাটডাউন প্রত্যাহার না হলে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা।

এসএস