অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবন্ধে তিনি দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘১৯৯৬ ও ২০১০ এর ধসের সাথে জড়িতদের বিচার না হওয়ায় বাজারে বারবার কারসাজির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ বিনিয়োগকারীদের।’
তাই নিয়ন্ত্রক সংস্থাকে আরো বেশি চালাক হতে হবে বলে জানান তিনি। সেই সাথে যারা অপরাধ করেছে তাদেরকে এতদিন রাজনৈতিক কারণে শাস্তি দেয়া হয়নি উল্লেখ করে, আগামীতে শেয়ারবাজারের আস্থা ঠিক রাখতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।
এসময় অন্যান্য বক্তারা জানান, পুঁজিবাজার বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। এ সময় দীর্ঘমেয়াদী অর্থায়নে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।