বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ৪৫০০, মেধাতালিকায় শীর্ষে আফসার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
শিক্ষা
0

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (BUTEX) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফল (Admission Test Result) প্রকাশিত হয়েছে। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৪ হাজার ৫০০ জন উত্তীর্ণ হয়েছেন।

একনজরে বুটেক্স ভর্তি ২০২৫-২৬

বিষয় (Topic)তথ্য (Details)
ফলাফল প্রকাশের তারিখ১৬ জানুয়ারি ২০২৬
মোট উত্তীর্ণ পরীক্ষার্থী৪,৫০০ জন
মোট আসন সংখ্যা৬৩০টি
প্রথম স্থান অধিকারীআফসার উদ্দিন আহমেদ (১০১২৯৫)
ওয়েবসাইটbutex.edu.bd

আরও পড়ুন:

বুটেক্স মেধা তালিকায় শীর্ষ তিন (Top Scorers in Merit List)

প্রকাশিত ফলে দেখা গেছে, মেধার ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন আফসার উদ্দিন আহমেদ (রোল: ১০১২৯৫)। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এস এম আফিফ ইকবাল (রোল: ১০৭৭৯৯) এবং তৃতীয় হয়েছেন মো. নাফিস সাদিক (রোল: ১০০১১২)।

বুটেক্স ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: মেধা তালিকায় শীর্ষ ৩ জন

মেধা স্থান (Merit Position)শিক্ষার্থীর নাম (Student Name)রোল নম্বর (Roll Number)
১মআফসার উদ্দিন আহমেদ১০১২৯৫
২য়এস এম আফিফ ইকবাল১০৭৭৯৯
৩য়মো. নাফিস সাদিক১০০১১২

আসন সংখ্যা ও বিভাগীয় তথ্য (Seat Capacity and Departments)

বুটেক্সে মোট ১১টি বিভাগে ৬৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বিভাগভিত্তিক আসন বিন্যাস নিচে দেওয়া হলো:

৮০টি করে আসন: ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট।

৪০টি করে আসন: টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, আইপিই (IPE), টেক্সটাইল মেশিনারি ডিজাইন, ডাইস অ্যান্ড কেমিক্যালস এবং এনভায়রনমেন্টাল সায়েন্স।

৩০টি আসন: টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার পরিসংখ্যান (Exam Statistics)

গত ৯ জানুয়ারি রাজধানীর ৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল রেকর্ড ৯৩.৭ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী চূড়ান্তভাবে সাবজেক্ট বরাদ্দ দেওয়া হবে।

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল দেখবেন যেভাবে (সরাসরি পিডিএফ লিংকসহ)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট পিডিএফ ফাইলে পাওয়া যাচ্ছে। যারা বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা নিচের দেওয়া নিয়ম অনুসরণ করে সহজেই নিজেদের ফল চেক করতে পারবেন।

ফল দেখার ধাপসমূহ (How to Check BUTEX Result)

১. সরাসরি পিডিএফ লিংক (Direct PDF Link): শিক্ষার্থীরা সরাসরি নিচের লিংকে ক্লিক করে উত্তীর্ণদের তালিকা বা মেধা তালিকা ডাউনলোড করতে পারবেন: বুটেক্স ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ পিডিএফ

২. রোল নম্বর সার্চ: পিডিএফ ফাইলটি ওপেন করার পর আপনার স্মার্টফোন বা কম্পিউটারের 'Find' অপশনে গিয়ে নিজের রোল নম্বরটি লিখুন। যদি আপনি উত্তীর্ণ হন, তবে আপনার রোলটি তালিকায় হাইলাইট হয়ে উঠবে।

৩. অফিসিয়াল ওয়েবসাইট: এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট butex.edu.bd এ গিয়ে 'Admission' সেকশনে ফলাফল পাওয়া যাবে।

উত্তীর্ণদের জন্য পরবর্তী নির্দেশনা: মেধাতালিকার শীর্ষে থাকা ৬৩০ জন শিক্ষার্থী ১১টি ভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ নির্বাচনের (Subject Choice) তারিখ এবং পরবর্তী ভাইভা সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:




এসআর