ডাকসুতে ৮ দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন ছাত্রদল নেতা

ঢাবির উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়
ক্যাম্পাস
শিক্ষা
1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে প্রতিবন্ধী ক্ষমতায়নবিষয়ক সম্পাদক পদ সৃষ্টিসহ ৮ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। আজ (রোববার, ২২ জুন) ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশার কাছে এই স্মারকলিপি তুলে দেন তিনি।

‘কমল মেডিএইড, ঢাবি’র উদ্যোগে প্রতিবন্ধকতার শিকার শিক্ষার্থীদের নিয়ে স্মারকলিপিটি প্রদান করা হয়। এতে ডাকসুতে ‘Disability Empowerment Affairs Secretary’ নামে একটি নতুন পদ সৃষ্টির দাবি জানানো হয়েছে।

এ ছাড়া, অবকাঠামোগত প্রবেশগম্যতা, হুইলচেয়ার ব্যবহারকারীদের স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সহায়তা, উপযুক্ত ওয়াশরুম, সচেতনতা সেমিনার, প্রতিবন্ধীদের পরিচালিত ক্লাব ও অফিস রুম বরাদ্দ এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ও উচ্চশিক্ষায় সহযোগিতার দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, এসব দাবি পূরণ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, মর্যাদা ও সুযোগ সুনিশ্চিত হবে।

এ বিষয়ে কমল মেডিএইড, ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম বলেন, ‘ঈদের আগেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠক করি। সেই আলোচনায় উঠে আসা সমস্যাগুলো আজ প্রশাসনের কাছে তুলে ধরেছি।’

তিনি জানান, বৈঠকে অর্ধ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এনএইচ