ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরোবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বেরোবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
0

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষার্থী। আজ (রোববার, ১৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটক আটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সংবলিত বিভিন্ন লেখা প্রদর্শন করেন আগতরা।

শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংসদ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় সংসদ নির্বাচন বাবদ টাকা। গেলো দেড় দশকে এ অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকা বলেও জানান শিক্ষার্থীরা। 

তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। সমস্যা সমাধানে ইউজিসিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:

এর প্রেক্ষিতে কমিটি গঠন হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব।’ 

এছাড়া ১৫ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন খাতে উত্তোলনকৃত টাকা কোন খাতে ব্যায় হয়েছে সেটি জানেন না বলেও জানান উপাচার্য। 

এসময় তিনি আরও জানান, নতুন সেশনের জন্য ছাত্র সংসদের টাকা জমা রাখতে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এসএইচ