রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের তৃতীয় দিনের অবস্থান ধর্মঘট

রাজশাহী
শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট
ক্যাম্পাস
শিক্ষা
0

সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল ৯টা থেকে এ অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান ধর্মঘট করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও, আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে বলেও জানান তারা। এসময় অ্যাকাডেমিক কার্যক্রমসহ ক্লাস বন্ধ থাকবে তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে।

আরও পড়ুন:

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা ১ শতাংশ নয়, ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি মানা না হলে আগামীকাল পিওনরা গেট-দরজা খুলবে না, ক্লাস বন্ধ হবে। আমরা কোনো অফিসে বসব না।

এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাবির প্রশাসন ভবনে তালা মেরে দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

ইএ