ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

পুলিশের সতর্ক অবস্থান ও আহত শিক্ষার্থী
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকের (বৃহস্পতিবার, ২১ আগস্ট) এ ঘটনায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষে ঢাকা কলেজের দুইজন এবং সিটি কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, ‘সংঘর্ষের সূত্রপাত ঘটেছে গত মঙ্গলবারের ঘটনার থেকে। তখন ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে সেই ঘটনার সূত্র ধরে একজনের শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয়, যা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পরিণত হয়’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

এনএইচ