দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন; আজ থেকে ফরম বিতরণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী আজ (রোববার, ২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ফরম বিতরণের সব প্রস্তুতি থাকলেও দেড় ঘণ্টা পার হলেও কোনো প্রার্থী এখনো ফরম সংগ্রহ করেননি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘ব্যাংকের কাজসহ নানা কারণে শিক্ষার্থীরা দেরিতে আসতে পারেন।’ তিনি আরও জানান, শিক্ষার্থী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে আজ দুপুর ৩টায় বৈঠক হবে, যেখানে প্রয়োজনে নির্বাচনের সময়সূচি পুনর্বিন্যাস করা হতে পারে।

এদিকে রাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ৮ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও ধর্মঘট পালন করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব রাকসুর ফরম বিতরণেও পড়েছে বলে দাবি করেছে কোষাধ্যক্ষের কার্যালয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৪ থেকে ২৬ আগস্ট। রাকসুর ২৫টি পদের মধ্যে নির্বাচন হবে ২৩টিতে। সভাপতি থাকবেন উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদটি হবে পদাধিকার ভিত্তিক। সিনেটে ৫টি এবং হল সংসদের ১৭টির মধ্যে ১৫টি পদে ভোট হবে। রাকসু ও সিনেটের ফরমের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের ফরমের মূল্য ২০০ টাকা।

রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ জন, ছাত্রী ৯ হাজার ৭৪১ জন এবং আইবিএ ইনস্টিটিউটের ২৫১ জন ভোটার রয়েছেন।

এনএইচ