বুয়েট শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও ৩ দাবিতে শাহবাগ অবরোধ

বুয়েট শিক্ষার্থীদের মধ্যরাতে শাহবাগ অবরোধ কর্মসূচি
ক্যাম্পাস
শিক্ষা
0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিন দফা দাবি বাস্তবায়নে দ্রুত সময়ে কমিশন গঠনের দাবিও জানান তারা। 

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এসময় শাহবাগ থেকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে পরিবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়েন। 

উল্লেখ্য, এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।

এসএইচ