আজ (বুধবার, ২৭ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিকেলে তিনি এ কথা বলেন।
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।’ শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
এর আগে আজ সকালে বুয়েট শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের পর শিক্ষার্থীরা যমুনা অভিমুখে না গিয়ে শাহবাগের দিকে সরে যান।
সবশেষ বিকেলে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করে নতুন করে ৫ দফা দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।