ডাকসু নির্বাচন: ছুটির দিনেও জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
0

সাপ্তাহিক ছুটির দিনেও চতুর্থ দিনের মতো জোর প্রচারণা চালাচ্ছেন ডাকসুর প্রার্থীরা। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকালে ক্যাম্পাসে ঢিলেঢালা প্রচারণা থাকলেও বাদ জুমা গতি পায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থীদের প্রচারণা।

বাদ জুমা বিভিন্ন হলে হলে প্রচারণা চালায় প্রার্থীরা। এসময় নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রার্থীদের। ভোটারও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন বিভিন্ন ভোট চাইতে আসা প্রার্থীদের।

আরও পড়ুন:

কোনো কোনো প্রার্থী অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে, দাবি জানান ভোটকেন্দ্র বাড়ানোর। আবার কোনো প্রার্থী অভিযোগ করেন, সাইবার আক্রমণ নিয়ে। যারা সাইবার আক্রমণ চালাচ্ছে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছেন বলেও অভিযোগ করেন।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শও দেন প্রার্থীরা। এসময় ডাকসু ঘিরে সেনাবাহিনীর বিবৃতিকে স্বাগত জানাতেও দেখা যায় প্রার্থীদের।

এসএস