ঘটনার সূত্রপাত ঘটে গতকাল (শনিবার, ৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে। বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করলে তাকে মারধর করে বাসার দারোয়ান। আশপাশের শিক্ষার্থীদের উপস্থিতি দেখে দারোয়ান পালিয়ে গেলে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়তে শুরু করে। এরপর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
সংঘর্ষে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন এলাকায় রাতে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ আছে, বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
ঘটনার পর আজ সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।