চবি শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে আহত শতাধিক, আইসিইউতে এক শিক্ষার্থী

শিক্ষার্থী নাইমুর রহমান রাফিকে আইসিইউতে নেয়ার সময় (গোল চিহ্নিত)
ক্যাম্পাস
শিক্ষা
3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল (শনিবার, ৩০ আগস্ট) রাত থেকে এ পর্যন্ত আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থী নাইমুর রহমান রাফিকে গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ (রোববার, ৩১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন, পার্কভিউ হাসপাতালে ৪৩ জন এবং ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন। এর মধ্যে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থী নাইমুর রহমান রাফিকে গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দিনভর সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন:

এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আজ দুপুর ২টা থেকে আগামীকাল (সোমবার, ১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আরও পড়ুন:

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজারের পূর্বসীমা থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

আরও পড়ুন:

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে সেখানে যান উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। ওই সময়ই শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন স্থানীয় লোকজন। এতে উভয়পক্ষই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এফএস