বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা: চলমান বিক্ষোভে ৬ দাবি

বাকৃবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
ক্যাম্পাস
শিক্ষা
0

বহিরাগতদের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) ভোর থেকে ছাত্রীদের অনেকে হল ছাড়লেও লাঠিসোটা নিয়ে পুরো ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ করেন ছাত্ররা। এসময় তারা ৬ দফা দাবিও ঘোষণা করেন।

এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও হল বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে ৬ দফা দাবি তুলে ধরেন এহসানুল হক হিমেল।

শিক্ষার্থীদের ৬ দাবি হলো— অবৈধভাবে হল খালি করার নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবচ্ছিন্ন রাখা, বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রোক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি চালু, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিচার।

আরও পড়ুন:

শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

গতকাল (রোববার, ৩১ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দুপুর থেকে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হলে সন্ধ্যার পর বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

এসএইচ