শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে: রিজভী

রুহুল কবির রিজভী
দেশে এখন
1

শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকগুলো লুট করে খালি করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই বাংলাদেশকে চালানো যাবে বলেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। রক্ত পিপাসু হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তা হল জাতীয় পার্টি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিএনপি নির্যাতন নিপীড়নে বিশ্বাসী নয়। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে তাদের বিচার এ দেশের মানুষ দেখতে চায়। পতিত সরকারের আমলে ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে দিয়ে আবার নতুন ষড়যন্ত্রে মেতেছে।’

এসএস