রাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রদল নেতার বহিষ্কার দাবিতে বিক্ষোভ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রদল নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল (বুধবার, ৪ সেপ্টেম্বর) রাতে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নারী শিক্ষার্থীরা।

এসময় ছাত্রদল নেতা আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সাইবার বুলিং সেল গঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান ছাত্রীরা। অভিযুক্ত ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি।

আরও পড়ুন:

অভিযোগ ওঠায় রাতেই ওই ছাত্রনেতার পদ সাময়িক স্থগিত রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবিতে বেলা ১১টায় প্যারিস রোডে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা।

এর আগে, গত সোমবার রাত ১১টার পর হলে ফেরায় ‘জুলাই-৩৬’ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয়া হয়। ফেসবুকে এ-সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করা হয়।

ইএ